বিঃ দ্রঃ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে আজ ১৪-০১-২০২১ তারিখ সন্ধ্যা ৭.০০টা থেকে ১৫-০১-২০২১ তারিখ রাত ১১.৫৯ মিঃ পর্যন্ত ৩০ ঘন্টা Power system maintenance এর কাজ চলমান থাকর জন্য www.bdris.gov.bd এবং www.bris.lgd.gov.bd ডাউন থাকার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রম কিছুটা ব্যহত হবে। জনগণের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।