জন্ম ও মৃত্যু নিবন্ধনের ফিল্ড টেস্ট চলমান নিবন্ধক অফিস সমুহে সেবা প্রদান প্রসঙ্গে।
প্রকাশন তারিখ
: 2019-05-23
জন্ম ও মৃত্যু নিবন্ধনের নতুন BDRIS সফটওয়্যার যে সকল জেলা , উপজেলা ও ইউনিয়ন পরিষদ / পৌরসভা / ক্যান্টনমেন্ট বোর্ড / সিটি কর্পোরেশন / দূতাবাসে ফিল্ড টেস্ট চলমান আছে।
ব্যবহারকারীগনদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত সকল সেবা সমুহকে নির্ভুল ও দ্রুততার সহিত প্রদানের জন্য BDRIS সফটওয়্যারটি ফিল্ড টেস্ট করার জন্য প্রদান করা হয়েছে। সকল সেবা সমুহকে উক্ত সফটওয়্যারটির মাধ্যমে প্রদান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। উক্ত সফটওয়্যারটির মাধ্যমে সেবা প্রদানে সমস্যা হলে অত্র কার্যালয়ের প্রোগ্রামার এর সাথে যোগাযোগ করা সমাধান করার জন্য বলা হল।